দক্ষিণ আফ্রিকার উদ্দ্যেশে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
- / ১৬৬০ বার পড়া হয়েছে
তৃতীয় ও শেষ ধাপে দক্ষিণ আফ্রিকার উদ্দ্যেশে দেশ ছেড়েছে বাংলাদেশ। সকাল পৌনে ১১ টায় ঢাকা ছাড়ে মমিনুল-তাইজুল ইসলামরা।
মমিনুল-তাইজুল ছাড়াও বহরে ছিলেন আরও সাত ক্রিকেটার। সঙ্গে ছিলেন ২ অফিসিয়াল স্টাফ। এর আগে গতকাল প্রথম ধাপে চার ক্রিকেটারও চার অফিস স্টাফ পরে একই দিন রাতে দেশ ত্যাগ করে ওয়ানডে স্কোয়াডের ১১ সদস্য। দক্ষিণ আফ্রিকা পৌঁছে একদিন বিশ্রামে কাটাবেন ক্রিকেটাররা। পরে কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ দল। আগামী ১৮ মার্চ শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। শেষ দুটি ম্যাচ হবে ২০ ও ২৩ মার্চ। দুই ম্যাচ টেস্ট সিরিজের মুখোমুখি হবে দুদল।










