দক্ষতা ও মেধাকে উন্নত করতে খেলোয়াড়দের সবসময় চেস্টা চালিয়ে যাওয়ার আহবান

- আপডেট সময় : ০৭:৩৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
দক্ষতা ও মেধাকে উন্নত করতে খেলোয়াড়দের সবসময় চেস্টা চালিয়ে যাওয়ার আহবান জানিয়েছে সেনাপ্রদান জেনারের আজিজ আহমেদ। এছাড়া সাফল্য পেতে ক্রীড়াবিদদের সবসময় প্রস্তুত থাকার পরামর্শ দেন সেনাপ্রধান।
বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের গলফ ইভেন্টের সমপানী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়শনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। চারদিন ব্যাপি টুর্নামেন্টে দলগত বিভাগে স্বর্ণ জিতেছেন এ্যামাচার গলফার সাইফুল ও মুন্না। নারী বিভাগে চ্যাম্পিয়ন সৈনিক জাকিয়া সুলতানা ও লিমা আক্তার। পুরুষ একক গ্রসে স্বর্ণ জিতেন সম্রাট শিকদার আর নেট এককে সেরা লিটন মন্ডল। নারী একক গ্রসে চ্যাম্পিয়ন সেনাবাহিনীর নাসিমা আক্তার। একই বাহিনীর নেট নারী বিভাগে স্বর্ণ জিতেছেন জাকিয়া সুলতানা। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাপ্রধান। ১২টি গলফ ছাড়াও সেনা, নৌ, বিমান ও আনসার বাহিনী অংশ টুর্নামেন্টে।