থার্টি ফাস্ট নাইট উপলক্ষে উন্মুক্ত জায়গায় বা বাড়ির ছাদে কোনো অনুষ্ঠান আয়োজন করা যাবে না
- আপডেট সময় : ০১:২৬:১৭ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
- / ১৬৫৫ বার পড়া হয়েছে
থার্টি ফাস্ট নাইট উপলক্ষে উন্মুক্ত জায়গায় বা বাড়ির ছাদে কোনো অনুষ্ঠান আয়োজন করা যাবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।
সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। ডিএমপি কমিশনার আরও জানান, সারা শহরে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সোয়াতও থাকবে। সমস্ত বারে আজ থেকে মদ কেনাবেচা বন্ধ। অস্ত্র বহনেও থাকবে নিষেধাজ্ঞা। ভিভিআইপি জোন ও সড়কে প্রবেশাধিকার সংরক্ষিত থাকবে। সন্ধ্যা ৬টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো বাহন ঢুকতে দেয়া হবে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মদিবসে রাস্তা বন্ধ করলে জনদুর্ভোগ হবে– এই বিবেচনায় নয়াপল্টনে বিএনপিকে আজ সমাবেশের অনুমতি দেয়া হয়নি। থার্টি ফাস্ট নিয়ে এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, নাশকতার চেষ্টা হলে কঠিন ব্যবস্থা নেয়া হবে। কূটনীতিক জোনগুলোতে বিদেশি অতিথিরা তাদের সংস্কৃতি উদযাপন করতে পারবেও জানান তিনি।























