থার্টি ফার্স্ট নাইটে কঠোর নিরাপত্তার চাদরে ছিল রাজধানী

- আপডেট সময় : ০২:৩৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
- / ১৮৮০ বার পড়া হয়েছে
থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তা নিশ্চিতে রাজধানী জুড়ে কঠোর অবস্থানে ছিল আইন-শৃঙ্খলা বাহিনী। নগরীর বিভিন্ন মোড়ে, বিশেষ করে গুলশান-বনানী ও বারিধারায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় আইন-শৃঙ্খলা বাহিনী।
যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতেই এ ব্যবস্থা বলে জানান রেব মহাপরিচালক এম খুরশীদ হোসেন।ব্যাপক কড়াকড়ির মধ্যেই ফানুস উড়িয়ে ও আতশবাজি ফুটিয়ে ২০২৩ খ্রিষ্টাব্দের প্রথম প্রহরকে বরণ করে নেয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায়।
এ সময় পুলিশের বিপুল সদস্য উপস্থিত থাকলেও শিক্ষার্থী ও দর্শনার্থীদের উচ্ছ্বাসে তাঁরা কোনো হস্তক্ষেপ করেননি।
বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও উদযাপন হয় থার্টি ফার্স্ট নাইট।
তবে উদযাপনে যাতে কোন ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, সে জন্য বেশ কিছু নির্দেশনা দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপি।
উন্মুক্ত স্থানে থার্টিফার্স্ট উদযাপনে নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে অভিজাত হোটেল গুলো ছাড়া বাইরে উদযাপন করা হয়নি থার্টি ফার্স্ট নাইটের অনুষ্ঠান।
নির্দেশনা বাস্তবায়নের মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। অভিজাত এলাকা গুলশান বনানী, বারিধারায় নিরাপত্তা নিশ্চিতে বন্ধ করে দেয়া হয় যানবাহন চলাচল।
গুলশান ২ নম্বর গোল চক্করে থার্টি ফাস্ট নাইটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেন রেব মহাপরিচালক। জানান, থার্টিফার্স্ট উদযাপনে কোন জঙ্গি হামলার আশংকা নেই।
নতুন বছরে জঙ্গী নির্মূলসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেব প্রস্তুত রয়েছে বলেও জানান এম খুরশীদ হোসেন।