থানায় বসে কোনো হত্যাকাণ্ডের পরিকল্পনা হতে পারে না: আইজিপি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
থানায় বসে কোনো হত্যাকাণ্ডের পরিকল্পনা হতে পারে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। যেসব পুলিশ সদস্যের দুর্নীতির উদ্দেশ্য রয়েছে, তাদেরকে চাকরি ছেড়ে চলে যাওয়ারও পরামর্শ দেন তিনি। সকালে ঢাকার রাজারবাগ পুলিশ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইজিপি। ভাস্কর্য ইস্যুতে পানি ঘোলার চেষ্টা করলে কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইন মিলনায়তনে সংবাদ সংবাদ সম্মেলনে সাম্প্রতিক নানা বিষয়ে কথা বলেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ । এ সময় কক্সবাজারে সিনহা হত্যাকান্ড প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আইজিপি।ভাস্কর্য ইস্যুতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন ড. বেনজির আহমেদ।