ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে অনুশীলনে সাকিবসহ টাইগাররা

- আপডেট সময় : ০৯:৩৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে কাল মাঠে নামবে বাংলাদেশ। রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় দুপুর ১২টায় ক্রাইস্টচার্চে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা।
উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান দীর্ঘ ভ্রমণের ক্লান্তিতে থাকায় মাঠে ছিলেন না। তবে একদিন পর শনিবার তাকে দেখা গেছে দলের অনুশীলনে। দলের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্সের অধীনেই আজ ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব। রোববারের ম্যাচে একাদশে দেখা যেতে পারে সাকিবকে। দীর্ঘ ভ্রমণের কারণে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে সাকিবকে বিশ্রাম দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। চোখে পড়েছে দলের ব্যাটিং ব্যর্থতা। টি-টুয়েন্টি ক্রিকেটে বার বার ব্যর্থ দলের ব্যাটাররা। পরিবর্তনের ডাক দিলেও দলের খেলায় সে পরিবর্তন দৃশ্যমান নয়। শেষ ম্যাচে ৫২টি ডট বল প্রশ্নবিদ্ধ করেছে দলের ধীরগতির ব্যাটিং পারফরমেন্সকে। এদিকে পাকিস্তানের কাছে নিজেদের প্রথম ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করা নিউজিল্যান্ডও মুখিয়ে থাকবে জয়ের জন্য।