ত্রাণের চাল আত্মসাৎতের অভিযোগে ধামরাইয়ের যাদবপুর ইউপি চেয়ারম্যান আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০
- / ১৭৯০ বার পড়া হয়েছে
ত্রাণের চাল আত্মসাৎতের অভিযোগে ধামরাইয়ের যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজুকে আটক করেছে র্যাব।
গেলো রাত ২টার দিকে ধামরাইয়ের আমছিমোড় এলাকায় ওই চেয়ারম্যান নিজ বাড়ি থেকে র্যাব -৪ এর সদস্যরা তাকে আটক করে। র্যাব -৪ এর নবীনগর ক্যাম্পের কোম্পানী কমান্ডার জমির উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গেল রাত ২টার দিকে ওই ইউপি চেয়ারম্যানের বাসায় অভিযান চালানো হয়। এসময় ইউপি চেয়ারম্যানের বসতবাড়ির পূর্ব পাশে দোচালা টিনের ঘর থেকে প্রধানমন্ত্রীর দেয়া উপহার বিনামূল্যে বিতরণের জন্য ৩৫ বস্তা ভর্তি ৫৬০ কেজি ত্রাণের চাল জব্দ করা হয়। আটক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।