ত্রাণ বিতরণ ও ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা অব্যাহত

- আপডেট সময় : ০৭:৫৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় দেশের বিভিন্ন এলাকায় কর্মহীন, দুস্থ অসহায় মানুষের মাঝে চাল, ডাল, সাবানসহ ত্রাণ বিতরণ ও ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে জনপ্রতিনিধি, ব্যক্তি, সংগঠন ও স্থানীয় প্রশাসন।
গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনা ভাইরাসের কারণে ঘরবন্দি ১৬ শতাধিক পরিবারের মাঝে ব্যারিষ্টার শেখ ফজলে নাঈমের পক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সিংগা, পুইশুর ও হাতিয়ারা ইউনিয়নে এসব খাদ্য সামগ্রী বিতরণে সহযোগিতা করেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
করোনা পরিস্থিতিতে পানছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় দরিদ্র মানুষদের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে সেনাবাহিনী।
খুলনার দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে জেএমআই ইন্ডাস্ট্রিয়াল গ্যাস এন্ড পেট্রোলিয়াম লিমিটেড। বটিয়াঘাটায় দু’শ কর্মহীন পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য উপকরণ বিতরন করা হয়।
করোনা মহামারীর কারণে কুমিল্লার সদর উপজেলার চানঁপুর এলাকায় কর্মহীন পরিবারের মাঝে বিভিন্ন রকমের সবজি বিতরণ করা হয়েছে। চানঁপুর এলাকার দেড় হাজার পরিবারের মাঝে এ সব বিতরণ করেন হাজী পেয়ার আহম্মেদ ফাউন্ডেশন।
দিনাজপুরের নবাবগঞ্জে সরকারি ত্রাণ সহায়তায় পাশপাশি ব্যক্তি উদ্যোগে কর্মহীন হয়ে পড়া ছ’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
গ্রামীন ব্যাংকের আয়োজনে জামালপুর সদরের লক্ষিরচরে শতাধিক ভিক্ষুকের মাঝে খাদ্য উপকরণ ও নগদ তিন’শ করে টাকা বিতরন করা হয়েছে।
যশোরে দলিল লেথক সমিতি অর্থ সহায়তা করেছে তাদের সদস্যদের।সমিতির কার্যালয়ে মোট চার’শ সদস্যের মাঝে সাত লাখ টাকা তুলে দেন সংগঠনের নেতারা।
ঝিনাইদহে চার’শ কর্মহীন মানুষের মাঝে নিত্যপ্রয়োজনী খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন চেয়ারম্যান কাজী নাজির উদ্দিন।
জয়পুরহাটে কর্মহীন দিনমজুর ও হতদরিদ্র সাড়ে তিন হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা বিএনপি।
কুড়িগ্রাম সদর উপজেলার কাঠালবাড়ী ইউনিয়নের কর্মহীন ও অসহায় দু’শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে খোলারপাড় আধগ্রাম স্বেচ্ছাসেবী ও যুব সমাজ।
নাটোরে জেলা বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের হাতে পিপিই তুলে দেন নেতারা। এসময় ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে করোনা মোকাবিলায় সচেতনতার বিভিন্ন দিক তুলে ধরেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
পিরোজপুর পৌর এলাকার পুরাতন বাসষ্ট্যান্ডে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
রোজা ফাউন্ডেশনের উদ্যোগে নেত্রকোনায় অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।পূর্বধলা উপজেলা সদরের হেলিপ্যাড মাঠে এই ত্রাণ বিতরণ করা হয়।
সাভারের শিমুলিয়ায় একে মান্নান ডিগ্রী কলেজ মাঠে চার শতাধিক পরিবারের মাঝে বিভিন্ন খাদ্য সমাগ্রী বিতরন করেছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটি’র সাংগঠনিক সম্পাদক আবু নাসিম পাভেল।
সাতক্ষীরায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে সবজি বিতরণ করেছে জাতীয় ছাত্র সমাজ। জেলার ঝুটি তলার মোড়ে ১২০টি পরিবারের মাঝে এই সবজি বিতরণ করা হয়।
পঞ্চগড়ের বিভিন্ন আশ্রয়ন প্রকল্পে থাকা দরিদ্র কর্মহীন মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছে সেনাবাহিনী। তেঁতুলিয়া উপজেলার ডাহুক গুচ্ছ গ্রামে সেনাবাহিনীর সদস্যরা এই ত্রাণ বিতরণ করেন।