ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিভিন্ন ব্যক্তি, সংগঠন, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসন

- আপডেট সময় : ০৮:১০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় দেশজুড়ে কর্মহীন, দুস্থ, অসহায় মানুষের মাঝে চাল-ডাল, সাবান ও ইফতার সামগ্রীসহ ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিভিন্ন ব্যক্তি, সংগঠন, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসন।
গোপালগঞ্জে চিকিৎসক ও নার্সদের স্বাস্থ্য সুরক্ষায় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের কনিষ্ঠ পুত্র ও কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যারিস্টার শেখ ফজলে নাঈমের পক্ষে ৫০ সেট পিপিই দেয়া হয়েছে। দুপুরে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: অসিত মল্লিকের কাছে হাতে এ পিপিই তুলে দেন ছাত্রলীগ নেতা-কর্মীরা।
ময়মনসিংহের ভালুকায় ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উদ্যোগে শতাধিক কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ফাঁড়ি চত্বরে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা আনসার কমান্ডার শুভ্র চৌধুরী খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। সকালে সাটুরিয়া উপজেলার উত্তর কাউন্নারা স্কুল মাঠে ৩ শতাধিক দুস্থ্ আনসার সদস্যদের মাঝে এ সব সামগ্রী বিতরণ করা হয়।
কুমিল্লার দেবীদ্বারে উপজেলা নির্বাহী কর্মকর্তা পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছেন। বিকেলে দেবীদ্বার নিউ মার্কেট এলাকায় রিক্সা, সিএনজি ও ভ্যান চালক, ছিন্নমুল মানুষ এবং পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
অসহায়, হতদরিদ্র আর প্রতিবন্ধী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেছে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে জামালপুরের বকশীগঞ্জে কর্মহীন নিম্ন আয়ের ৪শ’ পরিবারের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে বকশীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি।
করোনা প্রাদুর্ভাবে জীবনের ঝুকি নিয়ে কাজ করা রংপুরের গণমাধ্যম কর্মীদের সহায়তা প্রদান করেছে ৬৬ পদাতিক ডিভিশন রংপুর সেনাবাহিনী। সকালে নগরীর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে গণমাধ্যম কর্মীদের সুরক্ষায় পিপিই, মাস্ক, স্যানিটাইজারসহ খাদ্য সহায়তা দেয়া হয়।
কুড়িগ্রামে উলিপুরে গোড়াই পাঁচপীর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কমিটির উদ্যোগে ২ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
দুপুরে বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের শিক্ষক ও কমিটির সদস্যদের ব্যক্তিগত উদ্যোগে দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের অবিভাবকদের হাতে এসব ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়।
কক্সবাজারে পৌর এলাকার ৯ হাজার ৬শ’ নিন্মমধ্যবিত্ত পরিবারের মাঝে রেশন কার্ডের মাধ্যমে সরকারী ওএমএস এর চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। দুপুরে ৯নং ওয়ার্ড ঘোনারপাড়া এলাকার প্রায় ৫ শ’ পরিবারের মাঝে কার্ড এবং চাল বিতরণ কার্যক্রম উদ্ধোধন করেন জেলা প্রশাসক মো.কামাল হোসেন।