ত্রাণ তহবিল বাড়াতে ভারত-পাকিস্তান সিরিজ

- আপডেট সময় : ০২:২২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
করোনাভাইরাস মোকাবেলায় গঠন করা ত্রাণ তহবিল বাড়াতে ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছেন শোয়েব আখতার। তহবিল বাড়াতে দুই দেশের ক্রিকেট লড়াই বড় ভূমিকা রাখবে বলে মনে করেন সাবেক এই পাকিস্তানী পেসার।
তবে, এখনই নয়, করোনার ভয়াবহতা শেষ হলে এটি করার প্রস্তাব শোয়েব আখতারের। রাজনৈতিক বৈরিতায় ২০০৭ সালের পর পূর্ণাঙ্গ সিরিজ খেলেনি ভারত-পাকিস্তান। আইসিসির ইভেন্ট ও এশিয়া কাপেই কেবল দেখা হয় প্রতিবেশী দেশ দু’টির। তবে করোনাভাইরাসের প্রভাবে কঠিন সংকটের মুহূর্তে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের প্রয়োজনীয়তা অনুভব করছেন শোয়েব আখতার। করোনাভাইরাসের কারণে মৃত্যুর মিছিলের সঙ্গে নিম্ন আয়ের ও অসহায় মানুষ কষ্টের জীবন পার করছেন। তাদের জন্য গঠন করা হয়েছে বিভিন্ন তহবিল। সেটি আরও বাড়াতে ভারত-পাকিস্তানের ম্যাচ চান রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। মূলত তহবিল সংগ্রহের জন্যই সাবেক পাকিস্তানি পেসারের এমন পরিকল্পনা।