ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলছে তৃত্বীয় দিনের প্রচার-প্রচারণা
- আপডেট সময় : ১০:০৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / ১৫৭০ বার পড়া হয়েছে
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের চলছে তৃত্বীয় দিনের প্রচার-প্রচারণা। প্রার্থীরা দিচ্ছে উন্নয়নের নানা প্রতিশ্রুতি।
ময়মনসিংহের ভালুকায় ধানের শীষ প্রতিকের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় বাধা দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন হরিণ প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম। দুপুরে ভালুকা বাসস্ট্যান্ডের হরিণ প্রতিকের প্রধান নির্বাচনী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সিলেট-১ আসনে বিএনপি ও ধানের শীষের প্রার্থী দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি চালিয়েছেন। সকালে নগরীর জিতু মিয়ার পয়েন্ট থেকে শুরু করে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
এদিকে, বরিশাল সদর ৫ আসনে গণসংযোগ ও লিফলেট বিতরন করেছে বিভিন্ন দলের প্রার্থীরা। সকাল সাড়ে ১১ টায় নগরীর কেডিসি এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরনের মাধ্যমে প্রচার প্রচারনা করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ প্রার্থী ডা. মনিষা চক্রবর্ত্তী। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম চরমোনাই এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। অপরদিকে, দুপুরে বিএনপি মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার নগরীর নতুন বাজার এলাকায় গণসংযোগ করবেন।



















