তৈরী পোষাকের ক্রেতা কমছে : বিজিএমইএ

- আপডেট সময় : ০৮:১৩:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
- / ১৭৪৩ বার পড়া হয়েছে
রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সেপ্টেম্বর মাস থেকে তৈরী পোষাক ক্রেতা কমছে। রপ্তানীতে দেখা দিয়েছে নিম্নমুখী প্রবণতা। উদ্বেগজনক এই তথ্য জানিয়েছেন, পোশাক রফতানিকারক ও মালিক সমিতি– বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান। দুপুরে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠান শেষে তিনি এসব তথ্য জানান। সরকারে সহায়তা ছাড়া প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা ধরে রাখা ও টিকে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে বলেও জানান ফারুক হাসান।
করোনা পরবর্তী বৈশ্বিক মন্দার মাঝেও ভালোই চলছিলো তৈরী পোষাকের রপ্তানি। গেলো অর্থবছরের প্রথম ছয় মাসে রপ্তানি বাড়ে ২৪ দশমিক ২৬ শতাংশ। যার বাজার মূল্য ২৬ হাজার ৩০০ কোটি টাকা।
তবে এবার সেপ্টেম্বর থেকে কমছে পোষাক রপ্তানি। জুন জুলাইয়ের তুলনায়, তৈরী পোষাক রপ্তানি কমেছে ৭ শতাংশ বলে জানান বিজিএমইএ সভাপতি।
আন্তর্জাতিক বাজারে সূতাসহ পোষাক তৈরীর উপকরণের মূল্য বৃদ্ধিতে ক্রেতা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে বলেও দাবী করেন ফারুক হাসান।
এর আগে, গুলশানের একটি হোটেলে নিপোশের সমাপনী অনুষ্ঠানে ২৫টি পরিবেশ ও শ্রমিক বান্ধব গার্মেন্ট প্রতিষ্ঠানের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়। অনুষ্ঠানে ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটার সেন উপস্থিত ছিলেন।