তেঁতুলতলা মাঠে থানা ভবন নির্মাণ না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
তেঁতুলতলা মাঠে থানা ভবন নির্মাণ না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি আরো বলেন, স্থানীয়রা জায়গাটি যেভাবে ব্যবহার করে আসছে, সেভাবেই থাকবে। মন্ত্রী জানান, কোনো নির্মাণকাজ যেন না হয়, সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে, জায়গাটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পুলিশের কাছে থাকবে বলে জানান তিনি।