তৃতীয় দিনের মতো সারা দেশে চলছে নৌ ধর্মঘট

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
তৃতীয় দিনের মতো ১১ দফা দাবিতে সারা দেশে চলছে নৌযান শ্রমিক ফেডারেশনের ধর্মঘট। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়েছেন চালক-শ্রমিকরা।
তবে রাজধানীর চারপাশের ঘাটগুলোতে কিছু কিছু বাল্ক হেড থেকে মালামাল ওঠানামা চলছে। শ্রমিক নেতারা বলছেন, পেটের দায়ে দৈনিক আয়ের ভিত্তিতে চলা নিম্নআয়ের কিছু মানুষ লোড আনলোডের কাজ করলেও যোগ দিলেও আন্দোলনে সমর্থন রয়েছে তাদের। মালিক পক্ষ ও ঘাটমালিকদের সহায়তায় কোথাও কোথাও কাজ চললেও আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শ্রমিকরা। এদিকে স্থানীয় পর্যায়ে আন্দোলনের বাধা এলেও পণ্যবাহী জলযান চালানো বন্ধ রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।