তৃতীয় দিনের মতো চলছে মেজর সিনহা হত্যা মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
তৃতীয় দিনের মতো চলছে মেজর সিনহা হত্যা মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক। কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালতে সকাল সাড়ে ১০টার দিকে আসামিপক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক শুরু করেন।
আগামীকাল এ যুক্তিতর্ক শেষ হওয়ার কথা। আজ আসামি বরখাস্ত হওয়া পরিদর্শক লিয়াকত এবং বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের পক্ষে তাঁদের জ্যেষ্ঠ আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করছেন। এর আগে সকাল ৯টায় প্রদীপ কুমার দাশসহ মামলার ১৫ আসামিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের এ আইনজীবী জানান, এ মামলায় আট দফায় গত বছরের ৭ ডিসেম্বর পর্যন্ত ৮৩ জন সাক্ষীর মধ্যে ৬৫ জন সাক্ষ্যগ্রহণের জেরা শেষ হয়। রোববার থেকে চলছে যুক্তিতর্ক। ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ রোডের শামলাপুর চেকপোস্টে গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান।



























