বিএনপি-জামায়াতের সরকার পতনের দাবিতে সারাদেশে তৃতীয় দফা অবরোধ

- আপডেট সময় : ০৭:৫০:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
- / ১৭৯১ বার পড়া হয়েছে
সরকার পতনের এক দফা দাবিতে ডাকা বিএনপি জামায়াতের অবরোধ কোনো বিশৃঙ্খলতা ছাড়াই চলছে। রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা। ঢাকা মহানগরের উত্তর-দক্ষিণে কর্মসূচি পালনকালে নেতাকর্মীরা হুঁশিয়ারী দেন, দাবি না মেনে তফসিল ঘোষণা করলে তা মেনে নেয়া হবে না। আর পুলিশ বলছে, নৈরাজ্যরোধে নেয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। এদিকে, অবরোধ আতঙ্কে সকাল থেকে গণপরিবহনের চলাচল সীমিত থাকলেও তেমন একটা ছেড়ে যায়নি দুরপাল্লার বাসও।
দেশজুড়ে চলছে বিএনপি-জামায়াতসহ সমমনা দলের তৃতীয় দফার ৪৮ ঘন্টার অবরোধের প্রথম দিন। সড়কে নেই গণপরিবহনের চাপ। ঢাকা ছড়েনি দুরপাল্লার বাস। ভয়-ভীতি উপেক্ষা করে নিকট দূরত্বের দু’একটি বাস ছাড়লেও যাত্রী কম।
সর্বাত্মক অবরোধ সফল করতে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তেঁজগাও এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করে বিএনপির অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
বিজয়নগর এলাকায় আলাদা আলাদা বিক্ষোভ করে ১২ দলীয় জোট, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, জাতীয় দল ও গণঅধিকার পরিষদের একাংশ।
সকালে রাজধানীর বাবু বাজার, কাফরুলসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। কর্মসূচির আড়ালে সহিংসতা এড়াতে নগরীতে রেব পুলিশের পাশাপাশি তৎপর ছিল বিজিবি।