তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে বিএনপির হাইকমান্ড

- আপডেট সময় : ০৭:০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতাদের সঙ্গে ধারাবাহিক ৩ দিনের বৈঠকের পর দ্বিতীয় দফায় বিভাগীয় পর্যায়ের সদস্য ও জেলা সভাপতিদের সঙ্গে বিএনপির মতবিনিময় শুরু হয়েছে। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিকেলে এ বৈঠক শুরু হয়। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের কৌশল ও নীতি চূড়ান্ত করতে ধারাবাহিকভাবে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করছে বিএনপি।
সরকার বিরোধী আন্দোলন জোরদার করতে গুলশান কার্যালয়ে দ্বিতীয় দফায় তিনদিনের বৈঠকের প্রথম দিন বৈঠক করে বিএনপির হাইকমান্ড।
দলের এই মতবিনিময় সভা থেকে সরকার বিরোধী কঠোর কর্মসূচী আসবে এমনটাই প্রত্যাশা তৃণমূল কর্মীদের।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পরিস্থিতি বিবেচনায় তৃণমূল নেতাদের গুরুত্বের সাথে বিবেচনা করছে কেন্দ্রীয় কমিটি।
গণতন্ত্র মুক্তির আন্দোলনকে শক্তিশালী করতে তৃণমূলের সম্পৃক্ততা বাড়াতে নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপি মহাসচিব।