তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লায় ছুরিকাঘাতে এক যুবক খুন
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লায় ছুরিকাঘাতে রাজিব হাসান নামে এক যুবক খুন হয়েছে। গেল রাত ১২টায় নগরীর ডিগাম্বরীতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজিব হাসান বজ্রপুর এলাকার শাহীনের ছেলে। সে স্যানিটারী মিস্ত্রীর কাজ করতো।
এদিকে এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয়রা জানান,গেলরাতে নগরীর বজ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে ডিগাম্বরীতলা এলাকায় পলাশ, রকি ও অখির সাথে রিয়াদ নামে এক যুবকের বাকবিতণ্ডা হয়। পরে রিয়াদের পক্ষে অবস্থান নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করে রাজিব। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে রাজিবকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে আহত করে। পরে আশংকাজনক অবস্থায় কুমিল্লা জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।





















