তীব্র স্রোতে মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৬:০১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
পদ্মায় অস্বাভাবিকভাবে পানি বেড়ে তীব্র স্রোতে মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।
লৌহজং টার্নিং পয়েন্ট চ্যানেলের পরিবর্তে সীমিত আকারে বিকল্প চ্যানেল দিয়ে ফেরি চলাচল করছে । রো-রো ও কে-টাইপসহ ৬টি ফেরি ধারণ ক্ষমতার কম যানবাহন দিয়ে কোনমতে গরু বোঝাই ট্রাক, এ্যাম্বুলেন্সসহ জরুরী যানবাহন পারাপার করছে। ফলে ঘাটে কয়েক শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে পড়ে যাত্রী ও পরিবহন শ্রমিকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ফেরিগুলো ধারন ক্ষমতার অনেক কম যানবাহন নিয়ে প্রায় ৫ কিলোমিটার ভাটিতে ঘুরে বিকল্প চ্যানেল দিয়ে ফেরি পারাপার হচ্ছে। এতে ফেরি পারাপারে দ্বিগুনেরও বেশি সময় লাগছে। তীব্র স্রোত ও নাব্যতা সংকটের কারণে রাতে ফেরি চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ।