তীব্র যানজটে নাকাল নগরবাসী

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫০:১১ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
তীব্র যানজটে নাকাল নগরবাসী। সকাল থেকে নগরীর প্রতিটি সড়কেই দেখা মেলে যানজটের। যানজটে কোথাও কোথাও গণপরিবহন সংকট দেখা দেয়। গরমের কারণে ভোগান্তির মাত্রা বেড়ে যায় কয়েকগুণ।
রাজধানীতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায় যানজট বেড়েছে বলে মনে করছেন অনেকে। এদিকে ঢাকায় স্বল্প দূরত্বে যেতেও দীর্ঘ সময় রাস্তায় বসে থাকতে হচ্ছে। এক ঘণ্টার পথ পেরুতে সময় লাগে দুই থেকে আড়াই ঘণ্টা। রাজধানীতে মেগা প্রকল্প মেট্রোরেলের কাজ চলছে সেসব সড়কে, সেখানে যাত্রীদের ভোগান্তি চরমে। চার লেনের রাস্তা সরু হয়ে ২ লেনে পরিণত হওয়ায়, গাড়ির চাপ লেগেই আছে। ঘর থেকে বেরিয়ে বিপাকে পড়েন অফিসগামী মানুষ।