তীব্র তাপদাহে বিপর্যস্ত খুলনাঞ্চলের জনজীবন
- আপডেট সময় : ০১:২৭:১০ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
- / ১৭৯০ বার পড়া হয়েছে
তীব্র তাপদাহে বিপর্যস্ত খুলনাঞ্চলের জনজীবন। তার সাথে যোগ হয়েছে টানা লোডশেডিং। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত চড়া রোদে ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। প্রচন্ড গরমে দেখা দিয়েছে ডায়রিয়া, হিটস্ট্রোক, জ্বরসহ নানা রোগ। হাসপাতালে বাড়ছে শিশুসহ বিভিন্ন বয়সের রোগীদের চাপ।
গেলে কয়েকদিন ধরে দেশের অধিকাংশ এলাকায় বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। গরম আর প্রখর রোদে অতিষ্ঠ মানুষ। সেই সঙ্গে লোডশেডিংয়ের কারণে আরও বেড়েছে দুর্ভোগ। বাতাসে আগুন তাপ। স্বস্তি নেই কোথাও। দিনে যেমন চড়া রোদ, তেমনি রাতের ভ্যাপসা গরমে হাঁপিয়ে উঠছে মানুষ।খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা গত ২৩ বছরের মধ্যে সর্বোচ্চ।
গরমে আক্রান্ত হয়ে নগরীর শিশু হাসপাতালে চিকিৎসা নিতে আসা অধিকাংশই হিট স্ট্রোক, ডায়রিয়া, পানিশূন্যতায় অসুস্থ হওয়া রোগী।
হাসপাতালের তত্ত্বাবধায়ক বলছেন, গত কয়েকদিনের গরমে বেড়েছে শিশু রোগীর সংখ্যা। শিশুদের বেশিরভাই পানিশূন্যতা ও ডায়রিয়ায় আক্রান্ত। বেশি করে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইনসহ তরল খাবার গ্রহণের পরামর্শ চিকিৎসকদের।
আবহাওয়া দফতর বলছে, বৃষ্টি না হওয়ায় বাড়ছে তাপমাত্রা। আরো কিছুদিন থাকবে তাপপ্রবাহ। গত কয়েকদিনে খুলনাসহ আশপাশ এলাকায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এ অবস্থায় শিশু থেকে শুরু করে সবাইকে ফুটপাতের খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
















