তীব্র তাপদাহ এবং বৃষ্টি না হওয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
তীব্র তাপদাহ এবং বৃষ্টি না হওয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। শুধু মানুষ নয়, এর প্রভাব পড়ছে জমির ফসল থেকে শুরু করে পশু-পাখিদের উপরও। এ অবস্থায় বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করছেন নওগাঁর বিভিন্ন উপজেলার মানুষ।
জেলার মহাদেবপুরে উপোজেলার সফাপুর ইউনিয়নের হামিদপুর জিগাতলা স্কুল মাঠে সকালে বৃষ্টির আশায় ইস্তেস্কার নামাজ আদায় করেন আশেপাশের কয়েক গ্রামের মানুষ। নামাজ শেষে আল্লাহর দরবারে সকল পাপ-তাপের জন্য ক্ষমা প্রার্থনা করে অবিলম্বে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করা হয়। এর আগে সাপাহার উপজেলায় বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ আদায় করেন এলাকাবাসী।




















