তীব্র খরতাপে বিরূপ প্রভাব পড়েছে বগুড়াসহ আশ-পাশের জেলার কৃষিখাত
- আপডেট সময় : ১১:৩৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
- / ২০৩২ বার পড়া হয়েছে
টানা কয়েকদিন তীব্র খরতাপে পুড়ছে বগুড়াসহ আশ-পাশের জেলা।এর বিরূপ প্রভাব পড়েছে কৃষিখাতে। নষ্ট হচ্ছে আগাম শীতকালীন সবজির চারা। ক্ষেত রক্ষায় এখন শঙ্কিত কৃষকরা। এমন গরম অব্যাহত থাকলে সবজির উৎপাদন কম হবে, বাড়বে দাম, এমন আশঙ্কা করা হচ্ছে।
প্রবাদ আছে, বাংলা আশ্বিনে গা করে সিন সিন। বর্ষার পর এখন শরৎকাল। প্রকৃতিতে নেমে আসে শান্ত নিবিড় পরিবেশ। আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা। কাশফুলের নরম ছোঁয়ায় শান্ত হয় মন। কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রকৃতির রূপ পাল্টেছে। চলছে তাপ প্রবাহ। টানা কয়েকদিন তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের উপরে। পুড়ছে ফসলের মাঠ আর কৃষকের পিঠ।
ভালো লাভের আশায় আগাম শীতকালীন সবজি চাষে মাঠে মাঠে ব্যস্ত এখন কৃষক। ফুলকপি, বাঁধাকপি, মরিচ, টমেটো, মুলা, পালং শাক আর বেগুনের চারা লালচে হয়ে পঁচে যাচ্ছে। কৃষকের আশঙ্কা , এবার সবজি চাষের খরচ বাড়বে, কমবে ফলন।
আগামী সপ্তাহে বৃষ্টির আভাস দিলেন এই আবহাওয়াবিদ।
কৃষি বিভাগের হিসেবে, বগুড়ায় ৪ হাজার ৬ শত হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তাপ থেকে ফসল বাঁচাতে জমিতে বেশি করে পানি দেওয়ার পরামর্শ দেয়া হচ্ছে কৃষকদের।























