তিস্তাসহ ৫৪ নদীর পানি বন্টনে ভারতের আরো উদার হওয়া উচিত : এএনআইকে প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৭:২২:৪২ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানি বন্টনে ভারতের আরো উদার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসন্ন সফর নিয়ে ভারতীয় সংবাদ সংস্থা- এএনআইকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী জানান, রোহিঙ্গারা এখন বাংলাদেশের জন্য বোঝা। তাদের প্রত্যাবাসনে ভারতসহ আন্তর্জাতিক মহলের সহযোগিতা চায় বাংলাদেশ।
৫ থেকে ৮ সেপ্টেম্বর ভারত সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৪ দিনব্যাপী এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকসহ ভারতের নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।
সফর সামনে রেখে ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল-এএনআই’র সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা ও করোনাকালীন সময়ে ভারতের সহায়তার কথা স্মরণ করেন তিনি।
সফরে ৫৪টি অভিন্ন নদীর পানি বন্টন ইস্যুর বিষয়টি আলোচনার ইঙ্গিত দেন তিনি।
মানবিক কারণে সাহায্য পাওয়া রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
ভারত-চীন ইস্যুতে বাংলাদেশ তার নিরপেক্ষতা ও স্বার্থ প্রাধান্য দেবে বলেও জানান শেখ হাসিনা।