তিনদিনের সফরে নয়াদিল্লি যাচ্ছেন পররাষ্ট্রসচিব
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
- / ১৯৬৫ বার পড়া হয়েছে
তিনদিনের সফরে নয়াদিল্লি যাচ্ছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন
ভারত ও বাংলাদেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে বিনয় মোহন কোয়াত্রার আমন্ত্রণে তার এই সফর। শুক্রবার দিল্লিতে পররাষ্ট্র সচিবপর্যায়ের বৈঠক হতে যাচ্ছে। একই বৈঠকেই বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্রবিষয়ক সংগঠন আইএমওতে প্রার্থিতার প্রচারণার সুযোগ পাওয়া যাবে। এদিকে, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বাংলাদেশের জাতীয় নির্বাচন পরিস্থিতি নিয়ে ৯০টি দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবেন। বাংলাদেশে দূতাবাস নেই, কিন্তু কূটনৈতিক সম্পর্ক রয়েছে, এমন দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে এই বৈঠক হবে।




















