হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার অভিযোগে জমজ শিশু মৃত্যুর ঘটনার ব্যাখ্যায় অ্যামিকাস কিউরি নিয়োগ

- আপডেট সময় : ১১:৫১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
৩ হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার অভিযোগে জমজ শিশু মৃত্যুর ঘটনার আইনি ব্যাখ্যা জানতে আইনজীবী, চিকিৎসাবিদসহ চারজনকে অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছে হাইকোর্ট। নিয়োগ প্রাপ্তরা হলেন, আইনজীবী জেড আই খান পান্না, শাহদীন মালিক, মনজিল মোরসেদ এবং ঢাকা মেডিক্যালের একজন জেষ্ঠ্য শিশু বিশেষজ্ঞ। একই সঙ্গে আগামী ১৮ জানুয়ারি শুনানির দিন ধার্য্য করেছে উচ্চ আদালত। হাইকোর্টের এই শুনানিতে ভর্তির চেয়ে রোগীর প্রয়োজন অনুযায়ী চিকিৎসাকে অগ্রাধিকার দেয়ার বিষয়টি উঠে আসবে বলে মনে করে রাষ্ট্রপক্ষ।
ন্যায় বিচারের প্রত্যাশায় মৃত দুই সন্তানকে নিয়ে হাইকোর্টে আসেন এক হতভাগা বাবা। বিচার বিভাগের ইতিহাসে নজিরবিহীন এই ঘটনাটি ঘটে গেল ২ নভেম্বর। ৩ হাসপাতালে ঘুরে সদ্যজাত জমজ সন্তানের চিকিৎসা না পাওয়ার অভিযোগ করেছিলেন সন্তান হারা পিতা আবুল কালাম আজাদ।
শুনানি নিয়ে চিকিৎসায় অবহেলার বিষয়ে বিএসএমএমইউ, শিশু হাসপাতাল ও মুগদা ইসলামী ব্যাংক হাসপাতাল কর্তৃপক্ষকে ব্যাখ্যার নির্দেশ দেয় হাইকোর্ট।
বুধবার আইনজীবীদের মাধ্যমে আত্মপক্ষ সমর্থনে আদালতের কাছে নিজেদের অবস্থান তুলে ধরে হাসপাতালগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এসময় চিকিৎসায় অবহেলার আইনি ব্যাখ্যা জানতে আইনজীবী চিকিৎসাবিদসহ ৪ জনকে অ্যামিকাস কিউরি নিয়োগ দেয় সরকার।
হাসপাতালগুলোতে ভর্তির চেয়ে চিকিৎসাকে অগ্রাধিকার দিতে আইনি বিষয়গুলো এই রুলের শুনানিতে উঠে আসবে বলেও মনে করে রাষ্ট্রপক্ষ।
সরকারি বেসরকারি হাসপাতালে অবহেলা জনিত মৃত্যুর ঘটনা কমাতে হাইকোর্টের এই শুনানি গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে বলেও মত দেন আইনজীবীরা।