তিন ম্যাচের টি-টুয়েন্টি এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এখন ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
তিন ম্যাচের টি-টুয়েন্টি এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এখন ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল। বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ায় আগেভাগেই সফরে এসেছে পাকিস্তান
তবে, এদিন দলের সঙ্গে আসেননি অধিনায়ক বাবর আজম ও শোয়েব মালিক। ছুটি কাটিয়ে পরে দলের সঙ্গে যোগ দিবেন তারা। অস্ট্রেলিয়ার কাছে সেমিফাইনালে হেরে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেয় দুর্দান্ত ফর্মে থাকা পাকিস্তান। ১৬ নভেম্বর ঢাকা আসার কথা থাকলেও তিনদিন আগেই দুবাই থেকে সরাসরি বাংলাদেশে আসলো সাকলায়েন মুশতাক-শিষ্যরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সরাসরি টিম হোটেল যায় পাকিস্তান। করোনা টেস্টে নেগেটিভ হলে রোববার থেকে অনুশীলন শুরু করবেন সফরকারীরা। ১৯, ২০ এবং ২২ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।