তিন মাস নজরদারি করে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও অভিযুক্ত গ্রেফতার

- আপডেট সময় : ০৬:১৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
টানা তিন মাস ধরে দুই শতাধিক মানুষের ওপর নজরদারি করে এক হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও অভিযুক্তকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।
সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মুহাম্মদ আলী হোসেন। তিনি বলেন, গেল ৭ এপ্রিল নাসিরাবাদ হাউজিং সোসাইটির এমজিএইচ গ্রুপ অফিসের সেপটিক ট্যাংক থেকে এক অজ্ঞাত মহিলার গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর ওই প্রতিষ্ঠানের সব কর্মকর্তা কর্মচারি ছাড়াও আশপাশের দুই শতাধিক মানুষের ওপর নজরদারি করা হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল শওকত আলী নামে ওই প্রতিষ্ঠানের ক্লিনারকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মরদেহটি তার দ্বিতীয় স্ত্রীর বলে স্বীকার করে সে। প্রথম স্ত্রীর প্ররোচণায় দ্বিতীয় স্ত্রীকে হত্যার পর মরদেহ অফিসে নিয়ে সেপটিক ট্যাংকে ফেলে দেয় শওকত। হত্যাকাণ্ডের প্রায় ৬ মাস পর তার মরদেহ উদ্ধার করা হয়।