তিন ব্যবসায়ীকে আটকে রেখে নির্যাতন ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৫:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০
- / ১৬১১ বার পড়া হয়েছে
ময়মনসিংহের তিন ব্যবসায়ীকে বগুড়ায় আটকে রেখে নির্যাতন ও তিন লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন
বগুড়া জেলার শেরপুরের উত্তরবঙ্গ রাইস এজেন্সিতে ময়মনসিংহের তিন চাল ব্যবসায়ীকে আটকে রেখে শারীরিক নির্যাতন ও তিন লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন ভূক্তভোগী এক চাল ব্যবসায়ী।সকালে মুক্তাগাছা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুক্তাগাছার ব্যবসায়ী মোশাররফ হোসেন ওই অভিযোগ করে দোষীদের বিচার দাবি করেন। সংবাদ সম্মেলন তিনি জানান, গত বৃহস্পতিবার বগুড়ার শেরপুরের উত্তরবঙ্গ রাইস এজেন্সি থেকে উন্নতমানের চাল কিনতে গেলে এজেন্সির লোকজন তাদেরকে আটকে রেখে নির্যাতন করে এবং তিনলাখ দশ হাজার টাকা ও দু’টি চেক ছিনিয়ে নেয়। ৯৯৯ নম্বরে খবর পেয়ে শেরপুর থানা পুলিশ তাঁকেসহ সঙ্গীয় ব্যবসায়ী আলমগীর হোসেন ও সোহেল রানাকে উদ্ধার করে।