তিন পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আসামিকে ছিনতাই
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৩৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
- / ২৩৯৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ত্রিশালে পুলিশের তিন কর্মকর্তাকে কুপিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। গতরাতে উপজেলার ধানিখলা ইউনিয়নের শিমুলিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ কর্মকর্তারা হলেন- এসআই ইসমাইল হোসেন, এএসআই গোলাম রসুল ও এএসআই রাকিব। তারা সবাই ত্রিশাল থানায় কর্মরত। ত্রিশাল থানার ওসি কামাল হোসেন জানান, বেদেনা নামে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে ধানিখলা ইউনিয়নের শিমুলিয়াপাড়া এলাকায় যান ওই পুলিশ কর্মকর্তারা। আসামিকে বাড়িতে পেয়ে গ্রেপ্তার করতে চাইলে তার ছেলে নাইম ও হারুন এলোপাতাড়িভাবে তিন পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে তার মাকে ছিনিয়ে নেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আসামি বেদেনাসহ অন্যরা পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।























