তালেবানকে স্বীকৃতি দেবে না ইউরোপীয় ইউনিয়ন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩১:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
- / ১৬০৭ বার পড়া হয়েছে
তালেবানকে স্বীকৃতি দেবে না ইউরোপীয় ইউনিয়ন। এমনকি কোনো রাজনৈতিক আলোচনায়ও বসবে না ।
শনিবার স্পেনের মাদ্রিদে কাবুল থেকে সরিয়ে আনা ইইউ এর প্রতিষ্ঠানে কর্মরত আফগান কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত শেষে একথা বলেন ই ইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন । এদিকে, কাবুল বিমানবন্দরে আইএস জঙ্গিগোষ্ঠী হামলা চালাতে পারে, এমন আশঙ্কায় মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র । সতর্কবার্তায় নাগরিকদের বিমানবন্দরের প্রবেশপথ থেকে দূরে থাকতে বলা হয়। মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানায়, নাগরিকদের সরিয়ে নেয়ার জন্য ভিন্ন রুট খুঁজছেন তারা। তালেবান কাবুল দখলের পর এক সপ্তাহে আড়াই হাজার মার্কিনিকে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন পেন্টাগনের এক শীর্ষ কর্মকর্তা।