তারেক রহমানের হাত ধরেই দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে : ফারুক
- আপডেট সময় : ০৮:৩০:৪১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
তারেক রহমানের হাত ধরেই দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, তারেক রহমান নিজের পরিকল্পনা বাস্তবায়ন করে দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন। আর নির্বাচন ছাড়া বাংলাদেশের সংকট লাঘব করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। প্রেসক্লাবে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা।
বাংলাদেশ জাতীয় বাস্তুহারা দল কেন্দ্রীয় কমিটি উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
এসময় তিনি বলেন, যে প্লান নিয়ে দেশে এসেছেন, সেই প্লান বাস্তবায়িত করে দেশকে সুন্দর ভাবে গড়বে তুলবেন তারেক রহমান।
দেশের উন্নয়নে তারেক রহমান নানা পরিকল্পনা হাতে নিয়ে এসেছেন বলেও জানান তিনি।
প্রেসক্লাব আলাদা অনুষ্ঠানে দলটির ভাইস চেয়ারম্যান বলেন, নির্বাচন ভন্ডুল করতে যারা চেষ্টা করছেন, তারা সফল হবে না। দেশের সংকট লাঘব করতে নির্বাচনের বিকল্প নেই বলেও জানান বিএনপি নেতা।
অতীতে জনগণ সব সময় সত্যকে চিহ্নিত করেছে, এবারও তার ব্যতিক্রম হবে না বলে মনে করেন বিএনপি নেতারা।




















