তারিখ পরিবর্তনের পর সমাবেশের স্থানও পরিবর্তন : সহযোগী সংগঠন যুবলীগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
- / ১৮৯৮ বার পড়া হয়েছে
তারিখ পরিবর্তনের পর সমাবেশের স্থানও পরিবর্তন করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।
বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আগামীকাল সমাবেশ করবে সংগঠনগুলো। এর আগে সমাবেশের সময় নিয়ে বিএনপির সিদ্ধান্তের পর বৃহস্পতিবারের সমাবেশ স্থগিত করে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো। দলটির দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া জানান, শুক্রবার বিকেল ৩টায় আগারগাঁওয়ে বাণিজ্য মেলার মাঠেই সমাবেশ অনুষ্ঠিত হবে। বুধবার রাত ৯টার দিকে মাঠ পরিদর্শন শেষে যৌথভাবে এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান তিনি।



















