তত্ত্বাবধায়কের দাবি মানলে প্রধানমন্ত্রীর নিমন্ত্রণে যাবে বিএনপি : ফখরুল
- আপডেট সময় : ০৯:০১:০৪ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিলে প্রধানমন্ত্রীর চায়ের নিমন্ত্রণ গ্রহণ করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পদত্যাগ করে নিদর্লীয় নিরপেক্ষ সরকার গঠনের মাধ্যমে নির্বাচন দেয়ারও আহবান জানান তিনি। রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
জাতীয় প্রেসক্লাবে এসোসিয়েশন অব ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ…এ্যাবের আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বর্তমান পরিস্থিতি ও জ্বালানি প্রসঙ্গে সরকারের সমালোচনা করেন।
বিএনপি’র নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি মেনে নিলে, প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াত গ্রহণ করা হবে বলে জানান, বিএনপি মহাসচিব।
জ্বালানির ব্যাপারে সরকার সঠিক পরিকল্পনা করেনি বলেই, দেশে বিদ্যুৎ সংকট চরমে বলে মন্তব্য করেন তিনি।
ওয়াসার পানির দাম বাড়ানোর প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর বিএনপি’র বিক্ষোভ-সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান অভিযোগ করেন, কুইক রেন্টালের নামে বিদ্যুৎ খাত থেকে সরকার কোটি কোটি টাকা লুটপাট করেছে।