তত্ত্বাবধায়ক সরকারকে মিউজিয়ামে পাঠিয়েছে আদালত : ওবায়দুল কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
আদালতের আদেশে ২০১১ সালেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দেশ থেকে বিদায় নিয়েছে। তত্ত্বাবধায়ক পদ্ধতি আর ফিরবে না। তাই অযথা বিশৃংখলা না করে সব রাজনৈতিক দলকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
দুপুরে মাওয়া টোল প্লাজায় পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পে ক্ষতিগ্রস্তদের মাঝে পুনর্বাসন সাইটে বরাদ্দ করা প্লটের লীজ দলিল হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। এসময় তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটা এখন মীমাংসিত বিষয়। আদালতের আদেশে ২০১১ সালেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দেশ থেকে বিদায় নিয়েছে। তত্ত্বাবধায়ক সরকার সংবিধান বিরোধী। তিনি আরও বলেন, নিজ অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে প্রমানিত হয়েছে, বাঙালি বীরের জাতি। তারা সব পারে।