ঢাকায় কর্মরত ১২৩ জন ইউরোপীয় নাগরিকের ঢাকা ত্যাগ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
ঢাকায় কর্মরত ১২৩ জন ইউরোপীয় নাগরিক আজ দুপুরে নিজ দেশের উদ্দেশে রওনা হয়েছেন। জার্মান সরকারের একটি ভাড়া করা বিশেষ বিমানে তারা দুপুরে ঢাকার শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন।
বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ এক টুইটে জানান, জার্মান দূতাবাসের একটি দল ইইউ দূতাবাসের সাথে মিলিত হয়ে জার্মানি এবং ইউরোপীয়ানদের জন্য ফ্র্যাঙ্কফুটের উদ্দেশে বিশেষ বিমান ভাড়া করেন। বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেন্সজে তেরিংক টুইট বার্তায় বলেন, আজ ইউরোপীয় নাগরিকদের দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ সহায়তা করেছে। তিনি বাংলাদেশ বিমানবন্দর এবং অভিবাসন কর্তৃপক্ষকে এই বিশেষ সুবিধা দেয়ার জন্য ধন্যবাদ জানান।