ঢাকাসহ দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টি ও দমকা হাওয়া

- আপডেট সময় : ০২:০০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
লঘুচাপের কারণে রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টি হচ্ছে। সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাত। বছরের সর্বোচ্চ বৃষ্টি হয় মঙ্গলবার ঢাকায়। ভোর ৪টা থেকে দুঘন্টায় ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। দেশের নদীবন্দরকে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের কাছাকাছি ভারি বৃষ্টির কারণে পানি সমতল বাড়ছে বলে জানাচ্ছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। গেলো ২৪ ঘণ্টায় কক্সবাজারে সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৬৩ মিলিমিটার।আর রংপুর ও সন্দ্বীপে সর্বনিম্ন ৬ মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এরই মধ্যে ভারতের আসাম, মেঘালয়ে ও ত্রিপুরায় ভারী বৃষ্টি শুরু হয়েছে। ফলে উত্তর-পূর্বাঞ্চলের প্রধান সব নদ ও নদীর পানি সমতল এই সময়ে দ্রুত বৃদ্ধি পেতে পারে। উজানের ওই টানা ভারী বৃষ্টি ঢল হয়ে ভাটির দিকে বুধবার থেকে নামতে শুরু করবে বলে ধারণা করা হচ্ছে। এতে দেশের সিলেট, ময়মনসিংহসহ হাওর এলাকার বেশ কয়েকটি নদীর পানি বেড়ে হঠাৎ হতে পারে বন্যা। বিশেষ করে, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে বন্যার আশঙ্কা সবচেয়ে বেশি বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।