ঢাকার নাখালপাড়ায় এনজিও আশা’র অফিস থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
																
								
							
                                - আপডেট সময় : ০৭:০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০
 - / ১৫৯৭ বার পড়া হয়েছে
 
রাজধানী ঢাকার নাখালপাড়ায় এনজিও আশা’র অফিস থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়। পুলিশ বলছে, স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে। এদিকে, অর্থনৈতিক সংকটে বাবা-মা’র মাঝে ঝগড়া-বিবাদ চলার কথা জানান সন্তান মোহাম্মদ সিফাত।
শুক্রবার সকালে পশ্চিম নাখালপাড়ার ৮৫ নম্বর ভবন থেকে উদ্ধার করা হয় স্বামী-স্ত্রীর মরদেহ। স্বামী হাসমত আলী ছিলেন মাছ ব্যবসায়ী আর স্ত্রী ফারজানা বেগম বেসরকারি সংস্থা আশায় পরিচারিকা হিসেবে কাজ করতেন। ছেলে রিফাত জানায়, তার বাবা-মার মধ্যে বিবাদ মিটিয়ে বৃহস্পতিবার রাতে সে ভাড়া বাসায় চলে যায়।
স্থানীয়রা জানান, কয়েক বছর ধরে এই এলাকাতেই থাকতেন হাসমত ও ফারজানা দম্পতি। সকালে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে তা ভেংগে ভেতরে প্রবেশ করে দু’জনের মরদেহ দেখতে পান তার সন্তানরা। পুলিশ জানায়, হাসমতকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় এবং ফারজানাকে ফ্লোরে পড়ে থাকা অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে।
																			
																		














