ঢাকায় কাল তারুণ্যের সমাবেশে নতুন জাগরণের প্রত্যাশা বিএনপির
																
								
							
                                - আপডেট সময় : ০৭:৪৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩
 - / ১৭৪৭ বার পড়া হয়েছে
 
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কাল যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশ। বঞ্চিত তরুণদের অধিকার প্রতিষ্ঠায় তারুণ্যের সমাবেশ নতুন জাগরণ সৃষ্টি করবে বলে জানান যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আলাদা সংবাদ সম্মেলনে ডেঙ্গু নিয়ন্ত্রণে দুই সিটি করপোরেশনের অদক্ষতা ও ব্যর্থতায় মেয়রদের পদত্যাগের দাবি জানান বিএনপি নেতারা।
তরুণ প্রজন্মকে উজ্জীবিত করতে সারাদেশে পাঁচটি সফল সমাবেশের পর, শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান হবে ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশ।
যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা ছাড়াও ঢাকা মহানগর বিএনপি নেতারা সমাবেশস্থল পরিদর্শন করেন ।
পরিদর্শন শেষে নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, অতীতের চেয়ে বড় তারুণ্যের সমাবেশ হবে ঢাকায়।
আলাদা সংবাদ সম্মেলনে ডেঙ্গু মোকাবিলায় সরকারের ব্যর্থতা তুলে ধরে বিএনপি নেতারা বলেন, জনগণের কাছে জবাবদিহিতার অভাবে ডেঙ্গুর পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। ব্যর্থতার দায় নিয়ে ঢাকার দুই মেয়রের পদত্যাগের দাবি জানান তারা।
ডেঙ্গু প্রতিরোধ এডিস লাভা ধ্বংসসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা করেন বিএনপি নেতারা।
																			
																		











