ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে গেছে নৌপথে

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে গেছে শিমুলিয়া- বাংলাবাজার ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে।
মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে বেড়েছে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড়। লকডাউনের মাঝে এই নৌপথে বর্তমানে মাত্র ৪/৫টি ফেরি চলাচল করায় গাড়ীর বদলে যাত্রীরাই বেশিরভাগ জায়গা দখল করে রয়েছে। ফলে পণ্যবাহী ট্রাকসহ পারাপারের অপেক্ষায় ঘাটে আটকা পড়েছে শতশত ব্যক্তিগত গাড়ী।
এদিকে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশপথ দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথেও যাত্রী এবং ব্যক্তিগত যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। যাত্রীবাহী বাস চলাচলে এখনও নিষেধাজ্ঞা থাকায় সাধারণ মানুষ মোটরসাইকেল, ভ্যান, সিএনজিসহ ব্যক্তিগত গাড়িতেও ঘাটে আসছে।