ঢাকা-১৪ আসনে আলহাজ্ব কফিল উদ্দিনের জনপ্রিয়তা পুঁজি করার চেষ্টা, মামলার হুঁশিয়ারি
- আপডেট সময় : ১২:৩২:১৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / ১৮৬৪ বার পড়া হয়েছে
ঢাকা-১৪ সংসদীয় আসনে নির্বাচনী মাঠে আলোচিত এক বিভ্রান্তিকর ও প্রতারণামূলক প্রচারণার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী এস এ সিদ্দিক সাজুর বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ছবি তৈরি করে সাভার উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ ট্রাক ও মিনি ট্রাক মালিক সমিতির সভাপতি আলহাজ্ব কফিল উদ্দিনের জনপ্রিয়তাকে পুঁজি করে নির্বাচনী প্রচার চালানো হচ্ছে।
জানা যায়, ২০২৫ সালের ২০ অক্টোবর ঢাকার বনানী ক্লাবে অনুষ্ঠিত একটি মিটিংয়ে গাবতলী বাস অ্যাসোসিয়েশনের সাবেক সেক্রেটারি হিসেবে আলহাজ্ব কফিল উদ্দিন সাহেব উপস্থিত ছিলেন। ওই মিটিং শেষে বর্তমান ঢাকা-১৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এ সিদ্দিক সাজুর সঙ্গে একটি সাধারণ ফটোসেশন হয়। সেই ছবিকে বিকৃতভাবে ব্যবহার করে এবং এআই জেনারেশনের মাধ্যমে নতুন ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে—যাতে দাবি করা হচ্ছে, আলহাজ্ব কফিল উদ্দিন সাহেব নাকি ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাজু রহমানকে সমর্থন করছেন ও তার নির্বাচন পরিচালনা করছেন।
এই ধরনের ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে সাজুর সমর্থক গোষ্ঠীর বিরুদ্ধে। ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে নিজের জনপ্রিয়তা বাড়ানো ও ভোটারদের বিভ্রান্ত করতে এআই প্রযুক্তির অপব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন আলহাজ্ব কফিল উদ্দিন সাহেব।
এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আলহাজ্ব কফিল উদ্দিন সাহেব বলেন, আমি দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। বিএনপির সাবেক চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন হাসপাতালে ভর্তি ছিলেন, আমি তখন অসুস্থ অবস্থায় তাঁর পাশের রুমেই চিকিৎসাধীন ছিলাম। এরপর সিঙ্গাপুর ও থাইল্যান্ডে চিকিৎসা নিয়েছি। এই অবস্থায় আমি কোনো নির্বাচনী প্রচারণায় যুক্ত থাকার প্রশ্নই ওঠে না। সেই সাথে বর্তমানে ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় রয়েছি।
তিনি আরও বলেন, আমি বুঝতে পারছি না,একজন চিটার ও বাটপার প্রকৃতির মানুষ ( সাজু ) কীভাবে ঢাকা-১৪ আসনের মতো গুরুত্বপূর্ণ একটি এলাকায় নির্বাচন করার সাহস রাখে। আমার জনপ্রিয়তাকে পুঁজি করে এআই জেনারেটেড ছবি ব্যবহার করে জনমনে বিভ্রান্তি ছড়াতে পারে। এটি জঘন্য প্রতারণা।
আলহাজ্ব কফিল উদ্দিন সাহেব এই ঘটনাকে ঘৃণিত, বাটপারি ও রাজনৈতিক প্রতারণা আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই অপপ্রচারের বিরুদ্ধে আমি আইনি পদক্ষেপ নিতে যাচ্ছি। সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন , এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি ও বিভ্রান্তিকর প্রচারণা শুধু নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ নয়, বরং এটি নির্বাচন ব্যবস্থার জন্যও একটি বড় হুমকি। দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।










