ঢাকা -১০ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপিসহ ৬ প্রার্থীকে প্রতীক বরাদ্দ

- আপডেট সময় : ০৮:১৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
াকা-১০ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপিসহ ৬ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। দুপুরে ঢাকা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে, প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। এসময় নির্বাচন কমিশন নির্ধারিত ২১টি স্পটে ব্যানার, ফেস্টুন টানানোর নির্দেশনাসহ আচরণবিধি মেনে চলতে প্রার্থীদের আহ্বান জানান নির্বাচন কর্মকর্তা জি এম শাহতাব।
ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের পদত্যাগে শূণ্য হওয়া আসনে উপ নির্বাচনে প্রচার-প্রচারণার ক্ষেত্রে এবারে নতুন নীতিমালা করেছে নির্বাচন কমিশন। এর আওতায় প্রচারণার মোট ২১টি স্পষ্ট নির্ধারণ করে দেয়া হয়েছে। যততত্র ব্যানার ফেস্টুন টাঙানোর পরিবর্তে, এভাবে আলাদা দেয়াল করে জায়গা চিহ্নিত করে দিয়েছে নির্বাচন কমিশন। এসব স্থানেই কেবল প্রার্থীরা পোস্টার টাঙাতে পারবেন। প্রত্যেক দল কেবল পাঁচটি শোডাউন ও পথসভা করতে পারবে।
দুপুরে ঢাকা আঞ্চলিক নির্বাচনী কার্যালয়ে প্রার্থীদের প্রতীক দেয়া হয়। এসময় আওয়ামী লীগের প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন, বিএনপির শেখ রবিউল আলম ও জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ শাহজাহানকে স্ব স্ব দলীয় প্রতীক বুঝিয়ে দেন রিটার্নিং অফিসার। আচরণবিধি মেনে চলতে সবার সহোযোগিতা কামনা করেন তিনি। প্রার্থীরাও আচরণবিধি মেনে চলার প্রত্যয় জানান। আওয়ামী লীগ প্রার্থী বলেন, ভোটার উপস্থিতি নয়, বরং স্বচ্ছ নির্বাচনটাই মূখ্য বিষয়। জয়ের ব্যাপারে আশাবাদ জানান তিনি। আর নির্বাচন স্বচ্ছ হবে কিনা, তা নিয়ে সংশয় জানান বিএনপি প্রার্থী । আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ ৬টি দল নির্বাচনে অংশ নিচ্ছে। এতে কোনো স্বতন্ত্র প্রার্থী নেই। আগামি ২১ মার্চ হবে ভোটগ্রহণ।