ঢাকা সিটি নির্বাচন সুষ্ঠু হওয়ায় সরকার স্বস্তিতে রয়েছে – আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। গেলে শনিবার ঢাকার দুই সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে মেয়র পদে নৌকার টিকিটে ঢাকা উত্তরে আতিকুল ইসলাম এবং দক্ষিণে শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন। নির্বাচনে পরাজিত হন ধানের শীষের দুই প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন। নির্বাচনে কারচুপি করা হয়েছে দাবি করে নির্বাচনের ফল প্রত্যাখ্যানও করেন তারা। এছাড়া আগের ফল বাতিল করে নতুন করে ঢাকার দুই সিটিতে নির্বাচনের দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। বিএনপির দাবির বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির পুনর্নির্বাচনের দাবি মামাবাড়ির আবদার।