ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আজ মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আজ মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা। নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে, ১২৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনের দায়িত্বে থাকছেন। আর নিরাপত্তায় আজ মাঠে নামছে ৬৫ প্লাটুন বিজিবি। বৃহস্পতিবার থেকে ভোটের দিন ও ভোটের পরদিন-মোট চার দিন তারা নির্বাচনী মাঠে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে। এ ছাড়া দুই সিটিতে আরও ৫ প্লাটুন করে মোট ১০ প্লাটুন বিজিবি সদস্য রিজার্ভ ফোর্স হিসেবে মোতায়েন থাকবে। তাদের পাশাপাশি মাঠে থাকছেন পুলিশ ও রেব সদস্যরা। মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা টহল দেবেন। এই নির্বাচনকে ঘিরে ৩০ জানুয়ারি মধ্যরাত থেকে ২ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত মোটর বাইক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এদিকে, শেষ মূহুর্তের প্রচারণায় ব্স্ত সময় পার করছেন প্রার্থীরা।