ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের নির্বাচন নিয়ে টালবাহানার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিক্ষুব্ধ সদস্য সাংবাদিকরা

- আপডেট সময় : ০৮:৩১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের নির্বাচন নিয়ে টালবাহানার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিক্ষুব্ধ সদস্য সাংবাদিকরা। তাদের অভিযোগ, বর্তমান কমিটি একটি প্রশ্নবদ্ধি নির্বাচন করার পায়তারা করছে। তাই সাধারণ সদস্যদের কথা চিন্তা করে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের হস্তক্ষেপ চেয়েছেন তারা।
আগামী ২৯ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল-ঢাকা সাংবাদিক ইউনিয়নের ডিইউজের নির্বাচন হবার কথা। কিন্তু নির্ধারিত সময় ভোটার তালিকা প্রকাশ না করাসহ নেতাদের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে সমাবেশ করে বিক্ষুব্ধ সদস্য সাংবাদিকরা।
এসময় সাংবাদিক নেতারা বর্তমান কমিটি বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ করেন।
ডিইউজের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের হস্তক্ষেপ কামনা কররে বিক্ষুব্ধ সিনিয়র সাংবাদিকরা।
সদস্যদের সেন্টিমেন্ট বিবেচনা করে, বিক্ষোভ চলাকালেই ভোটার তালিকা প্রকাশের পর, সমাবেশে যোগ দেন বর্তমান কমিটির নেতারা।