ঢাকা মেট্রোপলিটন পুলিশের ২৮ কর্মকর্তা বদলি
																
								
							
                                - আপডেট সময় : ১০:২১:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
 - / ৪৫৮০ বার পড়া হয়েছে
 
ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ২৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বদলিকৃত কর্মকর্তারা হলেন- অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাজীব দাসকে ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নূরুল আমিনকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম মিজানুর রহমানকে গোয়েন্দা গুলশান বিভাগে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইয়াসিনা ফেরদৌসকে ট্রাফিক মিরপুরে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তানিয়া সুলতানাকে ট্রাফিক তেজগাঁওয়ে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহেদ আহমেদকে ডিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সোনাহর আলীকে গোয়েন্দা মিরপুর বিভাগে সংযুক্ত করা হয়েছে। সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফকে ডিএমপির নিউমার্কেট জোনে, সহকারী পুলিশ কমিশনার জুয়েল চাকমাকে লালবাগ জোনে এবং সহকারী পুলিশ কমিশনার মো. সেলিম খানকে গুলশান বিভাগে বদলি করা হয়েছে।
																			
																		













