ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে প্রায় ৪ কোটি টাকা উধাও
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১
- / ১৫৯০ বার পড়া হয়েছে
ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে প্রায় ৪ কোটি টাকা উধাও। ব্যাংক ইনচার্জ সহ দুই জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার নিয়মিত নিরীক্ষা করে ব্যাংক কর্তৃপক্ষ। সে সময় ৩ কোটি ৭৭ লাখ টাকার গড়মিল দেখতে পায়। এ বিষয়ে বংশাল শাখা ইনচার্জ রিফাতুল হককে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তিনি কোন সন্তোষজনক উত্তর দিতে পারেননি। পরে সিনিয়র ক্যাশ ইনচার্জ ইমরান আহমেদকে টাকার হিসেব দিতে বলা হলে, তিনিও হিসেব দিতে ব্যর্থ হন। এ ঘটনায় সন্দেহ ভাজন হিসেব শাখা ইনচার্জ রিফাতুল হক এবং ক্যাশ ইনচার্জ ইমরান আহমেদ কে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। তাদেরকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।























