ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে

- আপডেট সময় : ০১:৩৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
মহামারির কারণে কয়েক দফা পিছিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হয় এ ভর্তিযুদ্ধ। প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাতটি বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হলো। বিশ্ববিদ্যালয় উপাচার্য বলছেন ভর্তি পরীক্ষা সংক্রান্ত কোন গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে পরীক্ষার্থীদের, তাই সকাল থেকেই ভর্তিচ্ছুদের পদাচারণায় মুখর হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। শিক্ষার্থীদের সঙ্গে এসেছেন তাদের অভিভাবকরাও। প্রবেশদ্বারের বাইরেই অপেক্ষা করেন তারা। সকাল ১১টা থেকে দেশের সাত বিভাগীয় শহরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ৭ হাজার ১৪৮ টি আসনের বিপরীতে আবেদন জমা পড়ে ৩ লাখ ২৪ হাজার ৩২৪টি। এবার মোট আটটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে। এর মধ্যে ঢাকার বাইরে ছিল সাতটি কেন্দ্র । কেন্দ্র গুলো হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।