ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভূমিকা প্রশংসনীয়ঃ ঢা.বি. ভিসি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভূমিকায় ভূয়সী প্রশংসা করে ভিসি ড. আখতারুজ্জামান বলেছেন, জ্ঞান আহরণ ও বিতরণের গৌরবগাঁথা নিয়ে শতবর্ষ পাড়ি দিয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান।
বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন প্রাঙ্গনে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পতাকা উত্তোলন শেষে একথা বলেন তিনি। ভিসি আরও বলেন, বৈশ্বিক করোনা পরিস্থিতিতে চতুর্থ শিল্পবিপ্লব উপযোগী বিশ্ববিদ্যালয় বিনির্মাণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার উদ্দেশ্যে এগিয়ে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এসময় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদসহ উপস্থিত ছিলেন অনেকে।