ঢাকা প্রিমিয়ার লিগে জয় দিয়ে আসর শুরু করলো প্রাইম ব্যাংক

- আপডেট সময় : ০৭:৪৫:১২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
ঢাকা প্রিমিয়ার লিগে জয় দিয়ে আসর শুরু করলো প্রাইম ব্যাংক। বিগ ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে হারিয়েছে তামিম ইকবালের দল। রুদ্ধশ্বাস ম্যাচে ৯ রানে জিতেছে প্রাইম ব্যাংক।
মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৫৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পরে প্রাইম। শূন্য রানে আউট হয়েছেন এনামুল বিজয়। তামিম ইকবালের উইলো থেকে ১৯ রান। পরে চতুর্থ উইকেটে মিথুনকে প্রতিরোধ গড়েন রনি তালুকদার। এ দুয়ের ৫৫ রানের জুটি ভাঙ্গে মিথুনের ২৭ রানের বিদায়ে। এরপর ইনিংস সর্বোচ্চ ৭৯ রানে রনি তালুকদার ফিরলে, আবারো বিপর্যয়ে পরে প্রাইম ব্যাংক। তবে, সপ্তম উইকেটে নাহিদুল ও নাইম হাসানের অবিচ্ছ্বিন্ন ৯৬ রানের জুটিতে ২৫১ রান সংগ্রহ করে তামিম ইকবালরা। জবাবে জয়ের সম্ভাবনা জাগিয়েও, শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৪২ রানে থামে গাজী গ্রুপের ইনিংস।
এদিকে, ফতুল্লায় মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে শাইনপুকুর। আর সাভারে, খেলাঘরের বিপক্ষে ৫৫ রানের জয় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের।
মাশরাফিদের দেয়া ২৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২২১ তোলে খেলাঘর সমাজ কল্যাণ সতিমি। আগে ব্যাট করে সৈকত আলী ইনিংস সর্বোচ্চ ৮৩ আর নুরুল হাসানের ৫৮ রানে কল্যাণে ৯ উইকেটে ২৭৬ রানে চ্যালেঞ্জিং পূঁজি পায় শেখ জামাল। জবাব দিতে নেমে মাশরাফিদের নিয়ন্ত্রিত বোলিং সুবিধা করতে পারনিন খেলাঘরের ব্যাটসম্যানরা। সর্বোচ্চ ৫১ রান করেন জহুরুল ইসলাম।